দিব্যেন্দু মহান্ত
সেই চন্দ্রালোকে আলোকিত সেই রাত;সেই রাত যেই রাতে প্রথম নিবিড়তা বেড়েছিল,
যে রাত ছিলো ফাগুনের
হয়তো নেপথ্যে ছিল তব তনুরঞ্জিত আগুনের!
শত মিথ্যে,শত প্রীতি সবই যেনো আমার ব্যাক্তিগত স্মৃতি। এই ভয়েই চেয়েছিলাম তোমায় তোলা শাড়ির আঁচলের মত আলগোছে যত্নে রাখতে, কিন্তু তুমি তো সেই নিজেই আটপৌরে শাড়ির মত জড়িয়ে নিয়েছিলে;এখন কি হলো; না সময় যেমন ভেংচি কেটে বয়স বাড়িয়ে তুললো, তুমিও তেমনিই সময় কাটিয়ে আমাকে দাহ্য করে তুললে। এখনও অক্সিজেন আছে শুধুই তোমার প্রতাপের অপেক্ষা ব্যাস তাহলে দাবানল আর তারপর ইহকালে নয় স্বপ্ন দেখাবে পরকালের।