কবিতা: ডেকো না আমায়।। দীপঙ্কর ইমন
ডেকো না আমায়
দীপঙ্কর ইমন
আমাকে ডেকো না তুমি
যদি দ্যাখ কোকিল ডাকছে দুরে।
আমি বসন্তের স্বর ব্যঞ্জণ শিখছি তখন
বর্ণমালার আরও আরও পাঠ শেখা বাকি।
তুমি কেমন করে বুঝবে সেইসব গভীরতা?
তুমি তো কাটিয়ে দিলে তোমার প্রতিক্রয়াশীল মাঝি জিবন ,
জন্মান্ধ নৌকায়।