দীপঙ্কর রায়
পরাঙ্মুখ মেঘ পথ হারাল
পথ হারাল বৃষ্টিধারা
মনোভূমি জ্বলে ঊষর
বুকে দহন স্বজনহারা,
দিনান্ত পারে আগুনবলয়
দিগন্তে যবে ঠাঁই জমাবে
মাটির তলায় সুপ্ত নিশ্চয়
বর্ষা এলে তবে জাগাবে,
খুঁজি নিদাঘের তপ্ত কুন্ডে
তৃষ্ণা মেটানো বনানীছায়া
শুকনো ঠোঁট শুকনো ত্বক
ভেতরে বইছে স্বচ্ছতোয়া,
কেন জানিনা আকাশে নেই
বাতাস ভীষণ দিশেহারা
তবু জানি তুমি নিশ্চয়ই
আনবে শীতল বর্ষাধারা।
Boler kono vasa khuje pachi na. Kebol ei tuku bolbo Opurbo 👌