কবিতা: জল।। নজর উল ইসলাম
জল
নজর উল ইসলাম
অন্তরাগেও জলের নিরন্তর খেলা
জলের বিচিত্র বিনোদন দাঁড়কাক চিহ্নিত
ঠাকুর ঠাকুর করে এসে পড়ে গায়ের ভেতর
কত আর হতভম্ব হব লুটের চিরতরে
জলপুরাণ বিজ্ঞাপনের নয়,সাগ্রহের পিপাসু মন
সঙ্গম জানে গভীরের উপলব্ধি নিছক বাঁধন…