সুভাষ মজুমদার (শিলিগুড়ি)
বন্ধু তোমার আহ্বানে নুতন এক ঠিকানা পেলাম………
রুদ্ধ দুয়ার খুলে তোমার দুহাতে হাত রাখলাম. হারিয়ে গেলাম……….. পৃথিবীর লক্ষ লোকের ভিড়ে….তুমি এক স্বর্ণালী সন্ধান…তোমার জন্য রইলো অজস্র শ্রদ্ধা আর সম্মান………..…………..চলো জীবনের কিছুটা সময়…কিছুটা পথ একসাথে চলি ……..কিছু স্বপ্নের কথা বলি……………….এক সুন্দর ভাবনার রঙে এ ধরিত্রীরে ভরি…..………তোমাতে আমাতে মিলে নুতন এক পৃথিবী গড়ি. ..!!
ভীষণ সুন্দর ভাবনা।