এক বিকেলে মেঘলা যখন তুমি
বুকের ভেতর মন খারাপের পাড়া,
মেঘ কেটে রোদ নাইবা যদি ওঠে
হতেই পারি শ্রাবণ দিনের ধারা।
ভিজবে মাটি ভিজবে সবুজ ঘাস
জল চুয়ানো গাছে কদম ফুল,
কি আসে যায় বৃষ্টি কোথায় কত!
জল থই থই হৃদয় নদীর কুল।
বৃষ্টি ধোয়া বাবুই পাখির বাসা
বাতাস ভেজা,ভেজা নদীর চর,
বাইবো তরী উথাল পাথাল ঢেউয়ে
ভাসিয়ে দেব মন খারাপের ঘর।
আর একটা দিন বৃষ্টি আসার আগে
হয়তো তখন বইবে বাতাস ঝোড়ো,
ভাবনা যত ভাসছে কাছে দূরে
মিথ্যে কী সব! ছিলাম না কেউ কারও।