সোমা রায় ভট্ট
এখনো কৃষ্ণ -দ্বৈপায়ন সৃষ্টিতে সচল ,
এখনো গণপতি কলম রাখতে পারেন নি …
শুধু কারাগার আজ বিস্তৃত যোজন পথ !!
সহজ সমীকরণে না মেলা জটিল কথার জাল ,
অথবা প্রহসনমূলক অনন্ত সংখ্যার পরিসংখ্যান কেবল !!
দুঃশাসনের সঙ্গে রক্তবীজের চোরা লেনদেন ,
কতবার বাঁচবে দ্রৌপদীরা ??
কেই বা বাঁচাবে তাদের ??
কৃষ্ণেরা তাই আড়বাঁশি হাতে
বিরহিনী শ্রীরাধিকার অনন্ত প্রেম ছেড়ে
যত্র তত্র ঘুরুক !!
রামরাজ্যে অবাধ বিচরণ