সমাজে আজ করছে বিরাজ নষ্টামি ভ্রষ্টামি,
একের দিকে তুললে আঙুল অন্যে দেয় প্রণামি।
নষ্টামি আর ভ্রষ্টামি এখন বাঁহাতের খেল,
ইচ্ছে মতো লোটো ফায়দা হবে নাক জেল।
জেলে গেলে নির্ভাবনায় ঘুমাও নাক টেনে,
নষ্টামির নায়ক তখন নেবে বিচার কিনে।
কুবুদ্ধিরা যখন কোথাও ঘটায় জাতি দাঙ্গা,
সুযোগ সন্ধানী ধর্মান্ধ নেয় স্বার্থের পাঙ্গা।
আইনকানুন কথার কথা রেখে বইয়ে বন্দি,
হাতপা ছোড়া সাংসদেরা আঁটতে ব্যস্ত ফন্দি।
মানুষ নাকি এই পৃথিবীর স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি,
হায়েনারূপী সেই মানুষই ঝরায় রক্ত বৃষ্টি!
মূর্খ মানুষ মরছে মরুক হোক ধ্বংস সমাজ,
আখের গুছিয়ে নিতে নেইকো কোনো লাজ।