সুশান্ত সেন
বনমালী,
সন্ধ্যে বেলায় দিলে জোড়াতালি।
একতলায় ভাড়াটে ছিলেন আমেদ খান
রোয়াকে বসে ফুটবল শিখিয়েই সময় কাটান।
ছিল গাড়ি অ্যাম্বাসাডর
পোক্ত তবু নেইকো কদর।
যেতে হয় যাব দূর দেশে
সেখানে অর্বুদ অর্বুদ প্রজাপতি মেশে।
দুই লাইনের পাগলামি
লিখে যাই আমি।