একটা সম্পূর্ণ আকাশ আর ভেঙে পড়া মেঘ
হাজার তারার রোশনাই নিভে যায়।
সভ্যতা ভেসে যায় সবুজ প্রাণের সাথে
নির্মম ভয়ংকর গতিবেগ প্রলয়ের কাদা জলে।
কাদা মাটি একবুক জলে ভেসে যাওয়া একটা খুঁটি
আবার সভ্যতার খোঁজে জেগে ওঠে সবুজ বনানী।
দমকা হাওয়ার সাথে ভেজা শরীরে কুমারীর মন
পালতোলা নৌকায় ঘর বাঁধে এক অজানা ঠিকানায়।
ওকে খুঁজে নেয় জল ভরা মেঘ সুর্যের আলোর পথে
হলুদ ফুলের গাঁথা মালা হাতে কুমারীর প্রথম ফুলসজ্জা ।
পাহাড়ের কোলে মাথা রেখে এলিয়ে পড়া ঘন কেশরাশি
ভেঙে পড়া জল ঔদ্ধত্যের সীমানা ছাড়িয়ে ধুয়ে দিয়ে যায়।
বেআব্রু ভিজে শরীরে বুঁজে থাকা চোখে ভীত সন্ত্রস্ত লজ্জা
আকাশে তখন মেঘ ফাটা উল্লাস অহংকার ,দম্ভের ধ্বনি।
ভাঙ্গা খাঁচাতে নিঃশব্দ পৃথিবী এলিয়ে পড়া ডানা ভাঙা পাখি।
মৃত্যুর উপত্যকায় আলোর পথ খোঁজে আবারো একদিন। ডানা মেলে উড়ে যাবে আকাশের কিনারায়
দিগন্তের পথে বিছানো হলুদ ফুলের সারি সারি ক্ষেত…