সহিদুল ইসলাম
আর কতকাল তাজা প্রাণের ভোজ
রক্তে ভিজে মাটি হলো লালে লাল।
থামে না ব্যাথা ভরা বুকের আর্তনাদ।
চোখের নুনে ভাসে নদীর জল ।
প্রাণে প্রাণ গাঁথা টাটকা ফুলের মালা
তরুণ মন হাজার কথার দাবীদার।
সবার দেশ বুক জুড়ে মহান মানুষ
আলো ঢেকেছে গুলি বারূদ অন্ধকার।
তুচ্ছ মানুষ রক্ত মিথ্যা হাহাকার
সোনার বাংলা, আমার প্রিয় সিংহাসন।
মাথার উপর পিতা, সব রাজাকার
পথ দেখায় ঘুম ভাঙা লক্ষ তরুন প্রাণ।