সব্যসাচী সিংহ
পাহাড় আমাকে ডাকে,
প্রতিনিয়ত —
যেখানে আমি রেখে এসেছি
আমার ভালোলাগার প্রতিটা মুহূর্ত
অবাধ স্বাধীনতায়,
অনাবিল নিষ্কলঙ্ক
নৈসর্গিক এক উপাখ্যান ঘিরে …
সাগর আমাকে ডাকে,
প্রতিনিয়ত —
যেখানে আমার বুকের উত্তাল ঢেউগুলো
মিশে আছে ঘটনার পঙক্তিতে,
সবুজ পাইনের সারি —
আমার মননের অঙ্কুরিত
আগামীকালের প্রতিচ্ছবি।
ওখানে আছড়ে পড়ে ওই উত্তাল ঢেউগুলো।
একটা একটা ক’রে আছড়ে কখনও
ভেঙেছে,
গ’ড়েছে,
ভাঙাগড়ার খেলায়,
বুকের শুষ্ক-তট ভিজিয়ে রেখে গেছে
ওই ঢেউগুলো, ওখানে,
শুধু স্মৃতিতে …
মাদলের অনুরণন আজও জাগে।
ঘন ঘোর বনানী আমাকে ডাকে,
প্রতিনিয়ত —
ওখানে ফেলে রেখে এসেছি
আমার অতীত —
নির্মল মনের আকাশে,
সুনিবিড় ছায়ায় অন্তরঙ্গতার
এক মধুর প্রেক্ষাপটে …
আজও হাতছানি দেয়,
প্রতিনিয়ত —
আমার কৈশোর পেরানো যৌবনের সন্ধিক্ষণ।
রোমন্থন ক’রি ক্যানভাসে আঁকা
ছবিগুলোর দিকে তাকিয়ে,
প্রতিটা রঙের অভিব্যক্তি —
ফুটে উঠতে চাই মনে,
ওখানে মিলেমিশে আমি আজও আছি,
সৃষ্টির মাদকতায় আচ্ছন্ন হ’য়ে থাকা
মদিরার মতো …