১. জানতে চাওয়া
জানো,
আমার দু’চোখ জুড়ে ভয়?
এমন কেন হয়?
ভাবছি একটা দিন ও যদি
তুমি নদীর মাঝে নদী।
স্রোতের প্রবল সুর
জোয়ারে ভরপুর
সেই জোয়ারের মাঝে
কেন বিষন্ন সুর বাজে?
আমরা আগুন আগুন খেলি
তখন প্রবল মিথ্যা বলি।
রাস্তা চেনা দায়
সে কী আমারই অন্যায়?
আমার থেকে দূরে
তুমি অন্য গাছের নিচে
যদি হঠাৎ ওঠে ঝড়
তুমি বাছবে আপন পর?
বলো?
২. আর কটা দিন বাঁচো
আরামের কাছে সুখ চেয়োনকো পঞ্চাশ বছরের
পিছিয়ে দেখ আগুন জ্বেলেছ ঘরে।
এই লজ্জা শুকরের আর মুরগির মতো হাসে।
এই লজ্জা বেশ্যা নারীর পাশে
দিন গুজরান। তবুও তো দিন গুনে গুনে বাঁচো
যত কাল এই শুকরীর মুরগির সাথে আছো।
ততদিন তুমি জান্নাতের গলি খুঁজে
পাথর কুড়িয়ে সেতু বন্ধনে নিজে
আপামর জল দুহাতে সরিয়ে নিয়ে
দিকভুল করা নৌকার পথ দিয়ে।
বেঁচে আছো কবি আর কটাদিন বাঁচো।
বুনো শুকরের আশীর্বাদেই আজও
বাঁচো বন্ধু, আর কটা দিন বাঁচো।