একমুঠো রোদ রোজ মাখি
জমিয়ে রাখা ঐ কৌটোতে।
বৃষ্টির জলে উঠোন মাপি,
খবর কাগজ কেটে নৌকাতে।
জল থই থই সুখের বাটি
এক চুমুকেই শেষ করি…!
ভাবতে বসে আকাশ দেখি
তোর মেঘের সাথে ঘর করি.।
মনখারাপি রাত সঙ্গী হলে,
চাঁদ কে জাগাই নালিশে.!
ঘুম উড়ে যায় অভিমানে,
অশ্রু নদী মেসে বালিশে।
টুকরো ছিঁড়ে দুঃখ যতো
ফেলতে পারবে ডাস্টবিনে,
বাঁকা কথার মানুষ গুলো
পারলে এড়াও মুখ চিনে।
যতো আসুক ঘুম ঘুম চোখ,
এক পেয়ালা চুমুক বৃষ্টিতে,
বুকভরে শ্বাস আকাশ দেখি,
চশমা ফ্রেম মুখ মিষ্টিতে।