মৃন্ময় ভৌমিক
আস্তিনে ঢেকে রাখো জ্যোৎস্না
উন্মত্ত চিৎকারে সন্ত্রস্থ রাত পাখি
জ্বলে দাবানল, ছারখার বস্তি,
প্রতিহিংসার বারুদে পোড়ে সামাজ সভ্যতা।
পুরানো ইতিহাস ফেরে নব সজ্জায়
হিরোশিমা, নাগাসাকির মত
চাই কিছু মাংস পিন্ড
অবলা, চলৎশক্তিহীন জীব।
আছে ধুকপুক হৃদয়
নিজেকে বাঁচিয়ে রাখার অদম্য ইচ্ছা,
বাদবাকি সকলই গৌণ।
এখানে ঈশ্বর প্রেরিত দূত কাঠগড়ায়
অবলিলায় মিথ্যাচার।
ধর্মাবতার অন্ধ, বধির,
মানদন্ড হয়ে যায় শোষণের হাতিয়ার।
কেউ রাখেনা খোঁজ
স্ফুলিঙ্গ জ্বালাতে পারে সর্বগ্রাসী বিভীষিকা।