মুহাম্মদ শহীদুল্লাহ
ফুল ফুটলেও বসন্ত আসে
বসন্ত না এলেও ফুল ফোটে,
কাল দুপুরে আমার বাগানে
রকমারি ফুলের মাঝে
একটি মৌমাছি কামড়ে দিল ডানহাতে
জ্বালা করল কিছুক্ষণ ।
না, ওটা বসন্ত নয়
হাসলাম —-
ওকে আমার বাগানের ফুল ভেবে,
পরে একটি কুঁড়ি একটি পাতা
হেসে বলল বসন্ত এসেছে…. ।