কবি মিরাজুল সেখের দুটি কবিতা: - শৃণ্বন্তু কবি মিরাজুল সেখের দুটি কবিতা: - শৃণ্বন্তু
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

কবি মিরাজুল সেখের দুটি কবিতা:

আপডেট করা হয়েছে : সোমবার, ১ জুলাই, ২০২৪, ১:১৫ অপরাহ্ন
কবি মিরাজুল সেখের দুটি কবিতা:

১. অপেক্ষায়

এই সেই রাস্তা
যেখানে হারিয়ে গেছে সবটুকু রং
হাঁটতে হাঁটতে চলে গেছে
গ্রাম ছেড়ে বহুদূর।

আর ফেরেনি —

স্মৃতি গুলো ছবি হয়ে ঘাস হয়ে
ফুটেছে দুই ধারে।
চেয়ে আছে অশ্বথ গাছটিও।

যদি আসে, আবার কখনো
জীর্ণ লতারা ফিরে পায়
ফুল ফোটার স্বাদ —

আমার মতোই চেয়ে আছে সব
নীরব হয়ে পথের দিকে
তাঁর অপেক্ষায়।।

২. বেড়ে ওঠা

বীজ থেকে অঙ্কুর হয়ে বেড়ে ওঠে
দুই পা —-
সুখ দুঃখের উষ্ণতা ছুঁয়ে
বড়ো হয়—।

শাখা প্রশাখা শিকড় —
আলিঙ্গন করে যৌবন বার্ধক্য

গাছের ফুলের মতোই —
একটু একটু করে বেড়ে ওঠে
সুপ্ত কচি ধড় —-।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরোও
Theme Created By FlintDeOrient.Com
error: Content is protected !!
error: Content is protected !!