রাজপথের ছবিটা স্পষ্ট
পাখিদের কলতান আকাশ জুড়ে
আবাবিলদের গুলি করে
ধ্বংস করা যায়না।
রক্ত বীজের ঝাড়ের মত
বাড়তে থাকে মাচানের লাউ গাছ
একসুর যখন বেজে ওঠে বাউলের একতারাতে
হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায় কুলি মজুর থেকে অফিস কাছারি
তখন তিলে তিলে জমে যায় নুড়ি পাথর বালি
একসঙ্গে জমাট বদ্ধ হয়ে
গাইতে থাকে
কারলো দুনিয়া মুঠঠি মে…
সিংহ মামার রণ হুংকার কমে
হাফ ইঞ্চি তার কাটা ভায়োলিনে
পালাবার পথ খুঁজতে অগত্যা বনের পথ ধরে।