ওহে, আমার খেয়া তরীর মাঝি!
অনুরাগের ঘাটে নৌকা ছুঁয়েছো কি?
ওহে আমার চিত্রশিল্পী,
চিত্রপটে শরমের মৃদু হাসি এঁকেছ কি? শরতের শিউলি বনে
গেঁথেছো কি মিলন গীতি?
সরিয়েছো কি এলো চুলের আবছায়া?
আঁচল পেতে দিয়েছো কি? যে আঁচলে ঘিরে রয়েছে স্নিগ্ধতার স্পর্শ।
অপরূপের রূপের ছটায় ছড়িয়েছ কি একরাশ শূন্যতা? তোমার বর্ণমালায় সাজিয়েছো কি?
চিরহরিৎ মায়া বৃক্ষ। কি অদ্ভুত হাসি অকারণ; কি অদ্ভুত গোপন সহমত; কি অদ্ভুত নৈসর্গিক স্বীকারোক্তি।