এইতো হাতে তুলে নিয়েছি রক্তাক্ত কাচের গ্লাস
অন্য হাতে সুগন্ধি গোলাপ
এরপর আর বিমর্ষ মানায় না আমাকে
পথের পাশে জমে থাকা আতিথেয়তা নিয়ে খেলছে
বাজিগরদের নাবালক সন্তান
ভূলণ্ঠিত কথকতায় নাচছে , উদ্দাম হরিণ
আমি গোলাপ নয় , রক্ত ভালোবাসি
তাই প্রতিদিন পাষণ্ড কাপালিকের মত
দুহাতে মেখে নিই, কৃষ্ণচূড়ার লাশ
বসন্ত এলেই ছুটে যাই_
কফিন শহরের দিকে, যেখানে রক্ত মেখে শুয়ে আছে
আমার হলুদ বসন্ত