প্রিয়াঙ্কা চক্রবর্তী
মনে প্রশান্তি আনে,
কিংশুক পঙ্কজ পুলকিত;
দীঘল কালো আবিষ্টতা,
সকল বিস্ময়ে আচ্ছন্ন কুহেলিকা,
মেঘের নীড়ে সোনালী রোদের অহমিকা ;
ধরাতল পূর্ণ রূপ-লাবণ্যে –
মলয় বাতাসের দোলা মনের বাতায়ণে
বনানী চির সবুজ এমন গহীনে,
জীবনের সকলি মায়াভরা কাননে ।।
অনবদ্য সৃষ্টি