প্রতিমা রায় বিশ্বাস
এ ঠোঁটে ঠোঁট রেখে দেখো এখনও বিশুদ্ধ আগুন ,
এখনও আকাশ বিশুদ্ধ, এখনও বিশুদ্ধ শব্দ।
মন খারাপের ভাষা জানে, আনন্দ জানে, মমতা, ভয়ও জানে
শুধু ছুঁয়ে নাও স্বরলিপি। ভালোবাসো।
না ছুঁলে শব্দ হয় না ,না ছুঁলে আগুন।
আর কিছুটা পশম থাকলে গায়… আমিও পশু হয়ে যেতাম
অথবা কিঞ্চিৎ আছে বলে এখনও বন্য আমি ,ভেষজ হাই তুলে ধমনী ছিঁড়তে জানি।
সৈকত সীমানায় মণিহীন ঝিনুক যেন পড়ে আছে মণিহীন অজস্র চোখ …মাছেদের ফেলে দেওয়া স্মৃতির শব যত ।
আমি আমার হৃদয়রেখায় ভরে নিই সেসব…
সমুদ্রের এঁটো জল, আর পুষে রাখি বেলাভূমি ছুঁয়ে ফিরে যাওয়া ঢেউয়ের বিষাদ জ্বলন …
জমিয়ে রাখি হাওয়ার ভিতর প্রতিটি রাতের মৃত্যু…
হাওয়ার ভিতর অনেকখানি…বিশুদ্ধ শূন্যস্থান।