নজর উল ইসলাম
একাকীত্বের গহন সন্তাপে ভরাট শূন্যতা ঘেরা রিক্তহৃদয়
বাসনা তবু গোপন ব্যথায় চরিতার্থ কেবল ক্ষুধায়
শুধু স্পর্শ শুধু অনালোক কাতরায় দরাজ অনুষঙ্গে
গড়ে ওঠা দুই মন হল না পরম্পরার সান্নিধ্যে
মুক্ত আকাশ জেগে আছে রাত অসহায় আমি নির্ঘুম
আপন মনের অনুভবে চোখ ভাঙা মনে ভাববন্দি আগুন
সঞ্চারি ঠোঁট নাটকীয় আহ্বান ঝড় ওঠে মনঘরে
মগ্নতায় মত্ত সোহাগ টানটান দিনগোনে রাতদিনে
জমা যত বিষাদ সুর ও যোজনায় মেঘের কাছে থামে
ছিন্নরূপের বাদ্যধ্বনি যেন নিবেদিত কৃষ্ণকলি গানে
রূপনগরের বুলবুলিটা ভীষণ মরুদ্যানে,ভুলে গেলি—
রক্তনিবিড় দীর্ঘশ্বাসে অস্থির বুক প্রাণান্ত কাঁদে…