কবি দুলাল চন্দ্র মুদির কবিতা: আমি যে দেখেছি - শৃণ্বন্তু কবি দুলাল চন্দ্র মুদির কবিতা: আমি যে দেখেছি - শৃণ্বন্তু
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

কবি দুলাল চন্দ্র মুদির কবিতা: আমি যে দেখেছি

আপডেট করা হয়েছে : শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
কবি দুলাল চন্দ্র মুদির কবিতা: আমি যে দেখেছি

আমি যে দেখেছি
দুলাল চন্দ্র মুদি

আমি যে দেখেছি-
গিরগিটির মানসিকতার রং বদলাতে।
উৎসবের মরসুমে ঘন বনানী ছেড়ে দেখা যায়,পরিযায়ী বেশে- বুভুক্ষু, রুক্ষ মরুভূমির অলিগলিতে।
খাদ্যের জন্য নয়,ভবিষ্যতের আখের গোছাতে।

আমি যে দেখেছি-
গিরগিটির রং বদলাতে।
কখনো সিঁন্দুরের, কখনো সতেজ কলাপাতার কিংবা ত্যাগের প্রতীকের রং মেখে , মরুভূমির ক্যাকটাস প্রজাতিদের গালভরা মিথ্যা প্রতিশ্রুতির বন্যার ফানুস ওড়াতে।

আমার গভীরে দেখেছি –
মুমূর্ষু সুপ্ত রিপুর বাসনার অনুভূতির সুক্ষ্ম কম্পন মরুভূমির বুকের অতল গহ্বরে। অস্তিত্বের অধিকার কেবলি উচ্ছিষ্ট প্রত্যাশার রঙিন শিশিরের ভগ্নাংশের সুক্ষ্ম বিন্দু।

প্রত্যহ প্রত্যুষে দেখি –
আদিমতম বুভুক্ষু রুগ্ন অর্ধমৃত মরুভূমির বুকে আজও অস্তিত্ব উলঙ্গ ক্যাকটাসের হাজারো প্রজাতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরোও
Theme Created By FlintDeOrient.Com
error: Content is protected !!
error: Content is protected !!