গুরুপদ বিশাই
সে দিন কুয়াশা ছিল,
ছিল মেঘে ঢাকা তারা
মানবের মাঝে ছিল
বিবর্ণ রূপের ধারা।
শীতের অন্তিম লগ্নে
পর্ণমোচিরা দেয় সাড়া
নব পল্লবে বসন্ত আঁকা।
প্রেমের সুগন্ধে ভরেছে ভুবন,
ধরনী আজ উঠবে সাজি
মনের দক্ষিণ দ্বার খুলে দেব আজি।
বেঁচে থাকুক রঙিন স্বপ্ন,
মুছে যাক কালো দাগ।
বারে- বারে ফিরে আসুক
নদীর তটে জোয়ার…
না থাকুক বাধাময় জীবন
শুরু হোক নতুন চলার পথ।
বর্ষার বিকশিত নদীর মতো
অতিবাহিত হোক জীবন,
মেলে ধরুক রঙিন স্বপ্ন
রামধনুর মতো।