উমর ফারুক
ভয় না পেয়ে উটকে যুবক
জ্বলছে ব্যথা অন্তরে
একলা গেল আঁধার রাতে
ভূত প্রেতনির পথ ধরে।
হায় রে সাহস যায় রে ছুটে
কবর ডাঙায় জঞ্জালে
কিসের টানে ছুটছ এত
জড়িয়েছ ভাই কোন জালে
কোন সে মায়ায় রেখেছে বেঁধে
অনুচিৎ কাজ করতে আজ
শেকল খুলে বেরিয়ে এসো
তোমার রাজ্যে করতে রাজ।
এই মনে আজ কষ্ট দিয়ে
মৃত জামা টা ফেলো খুলে
চোখের জলে নাও ভাসিয়ে
যাও না কেন পথ ভুলে।
বিদ্ধ হলে প্রেমের তীরে
জীবন তখন তুচ্ছ হয়
এমন ঝড়ে উড়িয়ে জীবন
ছুটছে প্রেমিক বিশ্বময়।