তুমি তো কাউকে সরিয়ে দাওনি দূরে
দূরে সরে গেছে স্বপ্নের ছায়াতরু,
পিপাসার টানে দীর্ঘ হয়েছে পথ
হেঁটে হেঁটে শেষে পেয়েছ গোধূলি মরু।
অসীম আকাশ মাটিতেই মিশে আছে,
মাটিও নিত্য তাকিয়ে সাগরে পানে ,
কত যে শহর হারিয়েছে নোনাজলে
সে কথা কি আর নতুন বদ্বীপ জানে ?
ভিতরের বিষে ঠোঁট রাখে প্রত্যাশা,
দাহ্য তরলে পোড়ে আগুনের ডানা ,
কররেখা জুড়ে জেগে ওঠে ভরা নদী
কষ্টের ঘরে চলে নষ্টের হানা।
কিভাবে কারো আপনার হতে হয় ?
যদি কোনদিন বুঝে যাও এই খেলা,
ঠাঁই হবে না তো আর কোনখানে, শুধু
সব দরজায় ঝুলবে জীর্ণ তালা।