আসরাফ আলী সেখ
মুখোমুখি
নীরবতা সময়ের আয়নায় কথা সেরে নিচ্ছে আলো
উৎসব হবে চাঁদের
জমছে
সময়ের অঙ্কুর আকাশ সংসার ডানা ঝাপটে মহাত্মার চুম্বন
আবার দেখা হবে
জন্ম ফিরে আসছে
বইছে নীরবতার নদীর গান সারি সারি দাঁড়িয়ে কাশের ফুল
জীবন মুখোশ খুলে দেয় মুখের
উঠোনে
এখনও দাঁড়িয়ে পায়ের ছাপ যারা চলে গিয়েছে আলো জ্বেলে
বৃষ্টিতে ভিজছে কথাগুলো
অপেক্ষারা
ঘ্রান ছড়িয়ে দিচ্ছে জলের বৃত্তে জেগে থাকা রাতে
পতাকা উড়ছে জীবনের
কপালের
ছায়া উড়ছে দিগন্তে পৌঁছে দিতে চাই ঘরে বাইরে
প্রদীপ জ্বলে তারাদের পায়ে
তারাদের
কোনো আকাঙ্খা নেই অলৌকিকতার জীবন
প্রেমের বীজ ছড়িয়ে তারাগুলো বোনা
মানুষ
দুঃখী প্রচ্ছদ কবিতার এক অধরা আকাশ
ফুটপাতের পরিযায়ী
আমি ছুঁয়ে আছি দূরের উঠোন
মাটির
গভীরে ভিড় করে জীবন সারি সারি শীত চোখ চাঁদের ধারে
থই থই অফুরন্ত জীবন
ভাল লেগেছে