আসরাফ আলী সেখ
শূন্য
ভরতে থাকা জল নামিয়ে আনে কান্না বন্দরে পৌঁছে যায় ডুবতে থাকা জাহাজ
শান্ত হয়ে উঠে আকাশ পাখি গান গায় ফিরিয়ে দেয় নতুন ডানা যে ভুলতে বসে ছিল উড়তে
টন টন করে শরীর খবর পৌঁছে যায় শূন্য সিংহাসনে
এক নতুন আলোক শহীদ করে আমাকে
গায়ের লোমকূপ খুঁজে পাই বাতাস ছন্দ
সকাল গড়িয়ে চলছে টের পাই মেঘ এক অদ্ভুদ আনন্দ ছেয়ে দেয় আকাশ
ইচ্ছে করে পাল তুলে পাড়ি দিই নিজের এক অঙ্গ থেকে অন্য অঙ্গে
সব ভাব থমকে কে গেলে হারিয়ে যায় কবিতা
পড়ে থাকে কাগজ কলম কবি