আপডেট করা হয়েছে :
মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
শেয়ার
শূন্য আব্দুল সামাদ সেখ
তুমি বলেছিলে আর কথা হবে না আমি মেনে নিয়েছিলাম, রাতের অন্ধকারে চোখ যখন বুজে আসে, তুমি আমার শহরে পাড়ি দাও তোমার চেনা গলি দিয়ে আমি আবারও হেঁটে যাই, হঠাৎ চোখ খুলে দেখি আমি শূন্য পেয়েছি।