অভীক মুখার্জী
যেদিকে যাবে দেখতে পাবে
রাগি মুখের সারি,
সবাই এখন ফুটছে রাগে
পুরুষ হোক বা নারী।
রাগ না বলে ভয় বললে
মানে কি হয় সরল ?
আধুনিক জীবন মন্থনে
আজ উঠছে শুধুই গরল।
সবার মনে ভয় ভরা যে
পিছিয়ে যাওয়া চলবে না,
ইঁদুর – দৌড়ে পিছলে গেলে
কেউ তো ধরে তুলবে না।
ভয়ের ঠেলায় মনের মাঝে
বানায় বাসা রাগ,
রাগের আগুন মনকে জ্বালায়
(বাইরে) পড়ে না তো দাগ।
রাগের আগুনে পোড়া মুখ
লোককে দেখানো যায় না,
মুখোশ যে তাই প্রতি মুখে
কেউ দেখে না আয়না।
আমিও বলি রাগের মাথায়
কত না কটু কথা,
তারপরেতে কমলে যে রাগ
নিজের মনেই লাগে ব্যথা।
সব জেনেও তো রাগ দেখাই
দোষ দেওয়াতেই সুখ,
ভয় লাগে যদি মুখোশ খুলে
বেরিয়ে পড়ে আসল মুখ।।