কবি মহ: নুরুন্নবী মণ্ডল
হুংকার
(প্রিয় নজরুল-সুকান্ত
আপনারা আজো টানেন চুম্বকের মত
অথচ এখনো লোহা হতে পারলাম না)
কবিতা আর গাইবেনা ঈশ্বরের বন্দনা
পরোয়া করবেনা নারীত্বের ঝংকার
প্লেটোনিক প্রেমের বিজ্ঞাপনে ভারাক্রান্ত তনু
অতীত দাসত্বের শৃঙ্খল-সোনার পিঞ্জর ভেঙে
সে রাজপথে-কারাগারে
পোস্টারে-প্লাকার্ডে-ফেস্টুনে-ব্যানারে
স্লোগানে স্লোগানে বোনে ছন্দ।
অভিধানের পিঠ চাপরে সে ছিনতাই করে সেই সব নিষিদ্ধ শব্দাবলী
ইতিহাসের অগ্নিগর্ভ প্রসব করে সেই সব সূর্যসন্তান
যারা হৃদয়ে পুষে মুক্তির বারুদ।
কবিতা সাম্যের রক্তিম ঝান্ডা উড়ায়
উল্লাসে ভাঙে ব্যারিকেড
সিনা পাতে টিয়ারসেলে-বুলেটে।
কবিতার নিষ্কন্টক জমিন নির্দ্বিধায় বন্টিত হয়
কোটি কোটি নিষ্পেষিত জনতায়।
কালো কালির ছদ্মবেশে
কবিতার বুকে সংসার পাতে-দগদগে রুধিরাক্ত লাল!