কবিতা: স্বপ্নহীন রাত
স্বপ্নহীন রাত
ঘুম ভাঙার আগেই স্বপ্ন উধাও
স্বপ্ন আসে বসন্তের ঝরা ফুলে
চৈত্রের দুপুর বাতাস গন্ধে,আবার-
কখনো ভরা শ্রাবণ মেঘে ভেসে
ঘুম ভাঙলেই সব যেন মিথ্যে মোড়া
সকালের সোনালী রোদ পাশে বসে
মায়ের আদর ডাক বলে দেয় ভোরগল্প
সব দেখি কিন্তু তুমি কোথায়
তুমিহীন ভোর স্বপ্নহীন রাতের মতো ।