কবিতা: স্বপ্ন
স্বপ্ন
ঘুম চোখ ছাড়ে না
আমি ছাড়ি না ঘুম।
বুকে কিসের যেন একটা ব্যথা
তীব্র নয়, মৃদুমন্দ
তবে, সিঁড়ি উঠতে হাঁফিয়ে উঠি।
একটা স্বপ্ন, রোজ ভোরের দিকে
তাড়া করে আমায়।
উঠে বসি, ধড়ফড়িয়ে নয়, ধীরেসুস্থে, চেনা স্বপ্ন যে!
তার পরে, চোখে সর্ষে ফুলের আনাগোনা।
সকাল হয়, পাখি খেলা করে, রবি হাসে
আমি আবারও ঘুমিয়ে পড়ি।
স্বপ্নে দেখি, বাতাসে সর্ষে ফুল নাচছে।