কবিতা: স্থিরতা
স্থিরতা
যুদ্ধের দামামা আর বিশৃঙ্খলতায় শুধু চিনিয়ে ছিল জীবনের লড়াইকে।
লড়াই করতে করতে পরাধীনতাকে ভাঙতে ভাঙতে,
হৃদয়ে সুন্দর ফল্গুধারা শুকনো নদীতে বয়ে চলেছিলো।
বারিধারা আসবে নদীর কূল ছাপাবে এতো স্বপ্নাতীত রুক্ষতার কাছে।
তাপ দগ্ধ মরুর দিগন্ত চেয়ে হঠাৎ সুমিষ্ট বারিধারার সুশীতল ভরা যৌবনা নদীতে পরিণত করলে।
বৃষ্টির মাদকতায় মৃত্তিকা সোঁদা গন্ধে ভরে ওঠে
তেমনি রমণী মন কাঠিন্যের আবরণ ছেড়ে কোমলতার বসন পড়েছে।
অতি সহজ ছিল না তৃষ্ণার্ত মনে নতুনের স্রোত এনে দেওয়া
পথ হারিয়ে ফেলা পথিকের সাক্ষাৎ বহু মেলে
মেলে না মহামানবের আশীর্বাদের হাত।