কবিতা: সূর্য উঠবেই
সূর্য উঠবেই
তখন আকাশ ছিল চিল ওড়া নীল
তখন যুঁইফুলে ছিল তাজা সুবাস
তখন লাল-চাল ভাতে মনপসন্দ
তখন বাতাস ধোয়া, একবুক আশ
মুখগুলো তখন মুখোশহীন, খাঁটি
কাঁধে ছিল সাহসের বাহু খাদহীন
সমুদ্রের ঢেউয়ে উত্তাল সাদা ফেনা
মন-মাটি যেত দুলে, অবাক অচিন
ঈষান-অগ্নি খুঁজে তোকে যখন
পাই তুই শুধু ঠিকঠাক, বাকি সব জল
মানুষের বেশে মুখোশধারী ফানুস
সমুদ্রমন্থনে ওঠে শুধু হলাহল
এখন অচেনা এই-সেই… যদু-মধু
এখন হাসিতে বিষ, মিছরির ধার
এখন আঁধারে পচা-গলা লাশ কাঁদে
এখন কাঁধে কালো হাতের কারবার
তার চেয়ে এটা ভালো, চোখ খুলে রাখা
তবু ‘একলা চলো রে’ নয়, মিশে থাকো
জনতাকে বলো, সূর্য উঠবেই কাল
ভালবাসা-হাত মানুষের হাতে রাখো..