সিধুর বিষ মাখানো তীর
সিধুর বিষ মাখানো তীর আসলে
বিপ্লবের উল্কাপিন্ড!
আর অত্যাচারী জমিদার ও মহাজন
তারা নিজেকে ঢেকে রেখেছে
অত্যাচারের আচ্ছাদনে ,
কুখ্যাত বড়লাটের সঙ্গে নিবিড় আলিঙ্গনে।
ক্ষুব্ধ হবেনা সিধু, চাঁদ, ভৈরব?
উত্তাল জনরাশি থেকে বিছিন্ন করতে চেয়েছিল
অন্ধকার মৃত্যুর আগে মৃত্যু বরণ করতে চায়নি।
যখন কেউ ঘুমাচ্ছে না সাঁওতাল পরগণায়
এখানে কান পাতলে সমাধি ক্ষেত্রের ওপর
চিৎকার শোনা যাচ্ছিল।
এই চিৎকার অস্তিত্বের স্বরূপ খুঁজে এনেছিল।
সিধুর বিষ মাখানো তীর আসলে
স্বাধীনতার উল্কাপিণ্ড।