কবিতা: সাম্যের কবি
কবিতা: সাম্যের কবি
ভেঙ্গেছে লৌহকপাট
ছিঁড়েছে শিকল,
কাব্য গানের তীর বিঁধে
বৃটিশ সাহস অচল।
দুর্বার বেগে প্রসিদ্ধ হাতে
ধরে এনেছে ধূমকেতু,
সবার মাঝে গড়ে তুলেছে
ভালোবাসার সেতু।
অন্যায় দুর্গে করেছে আঘাত
ছন্দের বোমা ছুঁড়ে,
জ্ঞানের ভেলায় চোখের পলকে
বিশ্ব দেখেছে ঘুরে।
দৃষ্টি সীমানা কল্পনা পরিধি
বিচক্ষণতা যার অতুল,
তিনি প্রিয় বাংলার নক্ষত্র
সাম্যের কবি নজরুল ।