কবিতা: সভ্যতার বিবর্তন
সভ্যতার বিবর্তন
একফোঁটা চোখের জলের বিনিময়ে
সৃষ্টি হয়েছিল শত কোটি মহাজনপদ,
কয়েক বিন্দু রক্তের তীব্র হাহাকারে
বরবাদ হয়েছিল পুরোদস্তুর একটা সভ্যতা।
যে সভ্যতার পরতে পরতে খোদাই করা ছিল আমার হাতের তৈরী নানান কারুকার্য্য,
আজ একটা শিলালিপিও দেখতে পাওয়া দুষ্কর
তার অন্দর মহলের ভিতর।
যে সভ্যতাটা সৃষ্টি হয়েছিল
একদিন আমার হাত ধরে,
আজ সেখানে বিন্দুমাত্র চিহ্ন অবশিষ্ট নেই আমার,
এটাই হয়তো প্রকৃতির নির্মম সত্য।