কবিতা: সবুজের দেশে
সবুজের দেশ
সবুজের মেলা সে তো আমাদের দেশ
কাল কাটে তবু থাকে ষোড়শীর রেশ,
মায়া মাখা মাঠ তার ফসলেতে ঘেরা
চারপাশ জলাধার নদী পথে ফেরা।
ভাটিয়ালী সুর ধরে মাঝি তরী বায়
চাষী ভাই গান গেয়ে ফসল ফলায়,
পাখিদের কলতান মধু মাখা সুর
কোকিলের কুহু ডাকে ভরে হৃদপুর।
মাঠ জুড়ে ফলে সেথা সোনার ফসল
দখিণা বাতাস জুড়ায় কষ্ট সকল,
সোনা মাখা রোদ ছায়া রাখালের বাঁশি
আম জাম কত ফল ফলে রাশি রাশি।
পশুপাখি ফুলে ফলে মায়া ভরা দেশ
মানুষের মাঝে আছে মমতা আবেশ,
মাটির সুবাস লেগে নেচে ওঠে মন
নদীর দুপাশ জুড়ে দোলে কাশবন।
দেবালয়ে পূজাপাঠ চলে দিনমান
হৃদয়ের কোনে বাজে একতার গান,
দূর থেকে শোনা যায় ভোরের আযান
মানবতা দিয়ে গড়া এ দেশ মহান।।