কবিতা: সঙ্কল্প
ছেঁড়া জামায় বুকের কাছে বোতাম খোলা,
যাচ্ছিল সে পথ ধরে এক আলাভোলা।
কোন খেয়ালে হঠাৎ তাকে আনলে ধরে!
দাঁড় করাতে সবার মাঝে মানুষ করে।
সারা জীবন না পাওয়া এক অতৃপ্ত মন,
তোমার কাছেই পেল যেন নতুন জীবন।
সবার কাছে অবজ্ঞা আর অবহেলায়,
কি সুখ পেলে জীবনের পড়ন্ত বেলায়!
তাকেই তুমি দাঁড় করালে শক্ত হাতে
ভয় না পাওয়ার মন্ত্র জপে দিনে রাতে।
তুমিও তো অনেক রকম দুঃখ সয়ে,
কঠিন শ্রমে অগাধ অপার বোঝা বয়ে,
হৃদয় ক্ষতে অনেক তুমি খেয়েছো মার,
সারাজীবন এটাই তো সঙ্কল্প তোমার।