কনিতা: শূন্য বিনিময়, অথবা কেনা
কবি: অমিত কুমার গোস্বামী।
শূন্য বিনিময়, অথবা কেনা
হাত দিয়ে বরফ খুঁড়ে খুঁড়ে খুঁজে বেড়াচ্ছি, কে আমাকে বুকের ভেতর আগলে রেখেছে।
নিরেট পাথরে একের পর এক সভ্যতার জীবাশ্ম পেরিয়ে কয়েকটা যুগ্মকবরের দাগ কেবল।
পাথরের গায়ে উল্কি আঁকা আছে।
ধুলো সরালেই চোখে পড়ে মিথ্যে আশার গুঁড়ো।
তবু খুঁজে যাই পাপের অন্ত্যমিল।
পাহাড়ের মা আকাশ সন্তানকে স্নান করিয়ে সাদা জামা পরায়।
গায়ে চকচকে চুমকির মতো বরফ।
সরু ধারার ঝর্ণার জলে চিঠি ভেসে আসে কোথা থেকে।ক্লান্তিরা তার কাছে আশ্রয় চায়।
কিন্তু অসীমের প্রাচুর্যের মাঝে দিনগোনা পাখি কবেই চলে গেছে মরুদেশে।
খামের চিঠি যাত্রাপথে থেকে গেছে সেখানেই।