কবিতা: লন্ঠন
লন্ঠন
সন্ধ্যা ঝরে পড়ে
বৈশাখপাতা,পায়রা রঙের আকাশ থেকে
ছেঁড়া চটি চপ্পলের অন্ধকার
তার হাতে লন্ঠন
যেন,কেরোসিনের চাঁদবাতি
শব্দ ভাসে
বকের বাচ্চাদের
বাঁশে বাঁশে ঘর্ষণের
বাদুড়ের কানাচোখের চিৎকার
লন্ঠন চোখে, অবগুন্ঠণের সিলেবাস
আজও জানা নেই আলেয়ার অধ্যায়ন
পানের বাটাতে অসংখ্য
রহস্যের বিজ্ঞান
নেই নিঃশ্বাসের আস্বাদ
মাঠের আলের মত ছুটছে জীবন
নেই লন্ঠনের হাতটি