রাজকন্যার স্বপ্ন
এক যে আছে ছোট্ট মিষ্টি রাজকন্যে
বড়সড় অট্টালিকা নেই তো তার জন্যে,
টালি খোলার ছোট্ট ঘরেই তার নিবাস
তাপদাহের চোটে সে করে হাঁসফাঁস।
তবুও দেখে হাজার স্বপ্ন নয় বেজার
সবার কথা ভাবতেই ভালো লাগে তার।
রাতে যখন দেয় সবাই ঘুমের দেশে পাড়ি
বিছানায় শুয়েই চাঁদের সাথে খেলে লুকোচুরি।
মেঘবালাদের দেখে শুধায় অভিমানে
গরমে কত কষ্ট হয় তারা কি তা জানে?
মেঘবালারা বললে হেসে কষ্ট কেন পাও
বৃষ্টি হয়ে ধরবো এসে এখন তো ঘুমাও!
সত্যিকারেই বৃষ্টি এনে ধুইয়ে দিল ধরা
রাজকন্যে ভিজলো জলে হয়ে পাগলপারা।