কবিতা: যদি আসো ফিরে
কবিতা: যদি আসো ফিরে
কিছু দুঃখ সাজিয়ে রেখেছি থরে থরে,
পাট না ভাঙ্গা শাড়ির মত,
নিপাট, আনকোরা।
বোহেমিয়ান জীবনও ভুলতে দেয়নি
অন্তরে তোর এতোই প্রেমের পশরা
আমার উদাসী মন খুঁজেছে সারাক্ষণ।
আটচালা ঘর, নিকানো উঠোন
আর তোমার কিছু স্মৃতি,
আকন্ঠ পানে দিশেহারা।
অমাবস্যার নিকষ অন্ধকারে
মোমের আলোয় বসে থাকা আমি……
অনন্তকালের অপেক্ষায়।
যদি আসো ফিরে?