কবিতা: মেঘ বৃষ্টির গল্পকথন
মেঘ বৃষ্টির গল্পকথন
মেঘেদের ভারাক্রান্ত মুখ দেখতে দেখতে হাঁটছি তখন
গাছেরাও ঘুমভাঙা চোখে বিষাদ মেখে
ওদিকে জলাশয়ে স্তব্ধ নিমেষ!
পথচারী, একলা শালিখ,
চিন্তিত গেট- কিপার
দেখতে দেখতে এসেই পড়লো!
এই এতক্ষণের উদাস একঘেয়েমিতে বাড়তি চঞ্চলতা
একফোঁটা, দুফোঁটা থেকে ঝমঝম!!
আমি ঠিক জানি ঘুম জড়ানো চোখে তুমি তখন পায়ে পায়ে ব্যালকনি।
সতর্ক মনের প্রহরা ভেঙে
বাতিস্তম্ভ আর সাইকেলের অপেক্ষা পেরিয়ে
তুমি তখন জলরং, মন্দারমণি !
তবু কিছু পিছুটান, ফেরীঘাট, লুকোনো তিল!!
আজ সারাদিন গাছ আর সবুজের গল্প
মাটি না কোকোপিট?
পোর্শিলিন না চীনামাটি!
এইসব প্রশ্নের আড়ালে ঝরতে থাকে, ঝরতে থাকে অযত্নের বুনোফুল!