মাছির ডানা
মাছির
ডানা আমার গ্ৰহ
এখন নতুন নামকরণ একটা ভাঁড়
কর্পোরেট বাজারে মাছির ডানায় বিনিয়োগ
বিনিময়ে বিকোচ্ছে লালারস দাবাং আর দাবানল
দাঁড়িপাল্লা গুলো
ভারি পানপাত্র
বিচারের থলে মহাজনের বাটখারা
মানুষ মাপা হচ্ছে খানকতক কাগজ চাপিয়ে
তবে তুমি
মানুষের নতুন নাম দিতেই পারো মিউজিয়াম
যেখানে আমাকে রাখার একটি শলাপরামর্শ চলছে
তুমি মনে মনে ভাবছো
হচ্ছেটা কি
তবে ইতিহাস একবার উল্টানো ভালো
দেখো হিমালয়ের পাদদেশে একটা সমুদ্রের পা আঁকা
যদিও আকাশ এখনও দেখা যায় কিন্তু মৃত্যুর উল্লাস দখল করছে সবটুকু
চলো সূর্যকে খুঁজতে বার হই
কিছু মানুষ চাপা পড়ে আছে ঐ দরগায়
দূর থেকে ভেসে আসছে ইতিহাস
চলো ওকে একটু বোঝায়
গুহা গুলোতে
কেউ আছে কি যার আত্মার চমকে ছড়িয়ে পড়ছে এই অত্যাধুনিক মচমচে সভ্যতার
না তাদের পরিতৃপ্তি খোলস