কবিতা: মাইয়্যা
মাইয়্যা
জাতি। জাত্যভিমান।
কথাগুলো বড্ড পাংশুটে।
বাবলা গাছের সুনিবিড় ছায়ার মত।
ধূর!!
না তাতে ছায়া থাকে,না থাকে নিবিষ্ট ভাব।
যখন তখন কাঁটার খোক্কসে আহত হতে হয়।
ভুল,
জাতিরা চীনা সম্রাট, বেজাতিরা ময়নাতদন্তের রিপোর্ট।
সম্মান আছে,মর্যাদার ফাউন্ডেশন আছে।
কত্ত গৌরব,সুমহান সভ্যতার ধ্রুপদীসংগীত।
গীতিকাররা রাতে চুপ থাকে,তামাশা দেখে।
সকাল থেকে বেরিয়ে পড়ে রুমাল…..
মানচিত্রে সে আবার বাংলাদেশের মাইয়্যা।
রীতিনীতির বালাইষাট,
একাকিনী বিলুপ্ত মানবী,যে এসেছিল কোন বিশাল রথে নিমকাঠের সুভদ্রার মত করে।
চীনাপাথরের কাপে উগ্রবাদী চা-এ উগান্ডার স্বাদ