কবিতা: বিষন্ন বিকেল
বিষন্ন বিকেল
স্তব্ধ দুটি আঁখি__
জানা না জানার সংশয়,
একতারাতে সুর ভরে নিয়ে
অজানাতে খুঁজে নেওয়া আশ্রয়।
মেঘ এসে ছুঁয়ে ছুঁয়ে যায়
বিষন্নতা মাখা বিকেল
ব্যস্ত দিনের মায়া ভরা জীবন
মিথ্যে আশ্বাসের ভিড়ে উদ্বেল।
ঝেড়ে ফেলে সমস্ত বিষাদ
দিন যাপনের সব চাওয়া পাওয়া
এক বুক কোলাহলের স্রোতে
নীরবে নিঃশব্দে বয়ে যাওয়া।