কবিতা : বিশুদ্ধ মানবতার প্রতীক
বিশুদ্ধ মানবতার প্রতীক
কে বেঁধেছে শিকল ভাঙার গান ?
কার হৃদয়ের কলতানে মুক্তির অভিযান।
কে জাগালো পরাধীন বঞ্চিত যত ,যত নিষ্প্রাণ?
‘মানুষের চেয়ে বড় কিছু নাই,নহে কিছু মহীয়ান’।
জাতের নামে বজ্জাতি বলে কে করে সাবধান ?
যাঁর দুচোখে আঁটা আছে দেখ আল্লাহ ভগবান।
ভক্তি-ভালোবাসার রসে স্নাত, কার হৃদয়ের গান?
কার লেখনীতে এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান।
দারিদ্র বঞ্চনার জাল কেটে কোন্ নির্ভীক কবি ?
বিদ্রোহের আগুন জ্বেলে পাল্টে দিলেন ছবি।
শত বাধা বিঘ্নেও, কাকে ছুঁতে পারে নি অভিমান?
‘যাহা চাই যেন জয় করে পাই গ্রহণ না করি দান’।
জীবনের মাঝে ফুটে আছেন যিনি এক সুন্দর ফুল ,
তিনি বিশুদ্ধ মানবতার প্রতীক প্রিয় কবি নজরুল।